নাসার তরফে জানানো হয়েছে যে বিমান উৎপাদন সংস্থা বোয়িংয়ের সাথে হাত মিলিয়ে আরও উন্নত প্রযুক্তির বিমান তৈরি করবে নাসা ,নাসার তরফে জানানো হয়েছে যে তাদের উন্নত প্রযুক্তির বিমানের উদ্দেশ্য হলো কার্বনের নিশ স্বরণ যতটাকমানো যায় ,সাস্টেইনাবলে ফ্লাইট ডেমোন্সট্রেটর নামে এই প্রকল্পে আগামী ৭ বছরে বিপুল অংকের বিনিয়োগ করবে নাশা ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...