উত্তর কোরিয়া তাদের চর উপগ্রহ উৎক্ষেপণ প্রক্রিয়া এইবারেও ব্যাহত হয়েছে বলে জানা গিয়েছে ।গত মে মাসে প্রথম বার এই ধরণের উপগ্রহ মহাকাশে পাঠানোর কথা জানিয়েছিলেন কিম জং উন সরকার,কিন্তু উৎক্ষেপণের সময় সেটি সমুদ্রে ভেঙে পরে ,তবে এতেও দমে যাচ্ছেনা কিম্ সরকার । তারা জানিয়েছে আগামী অক্টোবরে তারা ফের চেষ্টা করবেন চর উপগ্রহ মহাকাশে পাঠাতে যাতে করে দক্ষিণ কোরিয়া ও আমেরিকার কার্যকলাপের উপর নজর রাখা যায় ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...