ব্যাঙ্ক কর্মীদের করোনার প্রকোপ থেকে বাঁচাতে উদ্যোগী হলো ব্যাঙ্ক সংগঠন

দেশ জুড়ে করোনা পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট রাজ্যের করোনা পরিস্থিতি বিচার পাশাপাশি ব্যাঙ্ক কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে স্টেট্ লেভেল বাঙ্কার কমিটির কাছে আর্জি জানালো আইবিএ , তারা প্রতিটি রাজ্যের পরিস্থিতি বিচার করে প্রয়োজনঅনুযায়ী ব্যাঙ্কের শাকগুলির কর্ম পদ্ধতি বদলাতে বলেছেন ।আইবিএ কাছে ব্যাঙ্ক কর্মী অফিসারদের সংগঠন ইউএফবিইউ ইতিমধ্যেইপরিষেবা কাটছাঁট করার কথা বলেছেন ।