ব্যাঙ্ক পেতে চলেছে নতুন এমডি ও সিএইও

আগামী নভেম্বর মাস থেকে বন্ধন ব্যাঙ্ক য়ের এমডি কাম সিএইও দায়িত্ব নিতে চলেছে পার্থ সেনগুপ্ত ।তার আগে স্টেট ব্যাঙ্কের ডেপুটি এমডি এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের সিএইও কাম এমডি ছিলেন ।বন্ধন ব্যাঙ্কের প্রাক্তন কম সিএইও চন্দ্রশেখর ঘোষ গত বৃহস্পতিবার বন্ধন ফিনান্সিয়াল সার্ভিসেসের চেয়ারম্যান ও পূর্ণ সময়ের এক্সেকিউটিভে ডিরেক্টর হিসাবে যোগ দিয়েছেন ।