নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ভারতের বিদেশ প্রতিমন্ত্রী ভিকে সিংহ এক লিখিত প্রশ্নের উত্তরে জানান ব্রহ্মপুত্রের জল প্রবাহের কড়া নজরদারি রাখতে উত্তর পূর্ব রাজ্যগুলিকে করা নির্দেশ দেয়া হয়েছে । এই সঙ্গে তিনি বলেছেন যদি কোনো অস্বাভাবিকতা চোখে পরে তাহলে জানাতে হবে কেন্দ্র কে । উল্লেখ্য বেইজিং সরকার , তিব্বতে একটি জলবিদ্যুৎ প্রকল্প তৈরী করতে চলেছে ,তার ফলে ভারতের ব্রহ্মপুত্রের জল সরবরাহের ফারাক হতে পারে,যদিও মৌখিক আশ্বাস দিয়েছে বেইজিং জল প্রবাহে কোন ফারাক হবে না বলে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...