নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ বিকেলে সংবাদ মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে এনআই এ আইজি সদর আলোক মিত্তাল বলেন … আজ সকালে গোপন সূত্রে খবর পেয়ে এনআই এ ,উত্তর প্রদেশের সন্ত্রাস দমন শাখা ও দিল্লি পুলিশের স্পেশাল সেল ১৭ টি জায়গায় যৌথ অভিযান চালিয়ে ,গ্রেপ্তার করেন ১০ জন কে , উত্তর প্রদেশের আমরোহা ও উত্তর পূর্ব দিল্লি থেকে। এই দলে একজন মহিলাও রয়েছেন , তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমান অস্ত্র সস্ত্র , এই জঙ্গি সংগঠন টি নাম হরকত -উল – হার্ব ই ইসলাম ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...