ক্ষতির বহর কমাতে ইন্ডিয়ান অয়েল কে ১০,৮০০ কোটি টাকা ভর্তুকি দিয়েছে কেন্দ্রীয় সরকার ,তা সত্ত্বেওপর পর দুটি ত্রৈমাসিকে ক্ষতির মুখে পড়লো রাষ্ট্রায়াত্ব সংস্থা টি ।এপ্রিল -জুন ২০২২ ক্ষতি হয়েছে ১৯৯২ .৫৩ কোটি টাকা । জুলাই -সেপ্টেম্বরএই ত্রৈমাসিকে ক্ষতি হয়েছে ২৭২.৩৫ কোটি টাকা ।অথচ ২০২১-২২ অর্থবর্ষে জুলাই সেপ্টেম্বর ত্রৈমাসিকে এই সংস্থা টি মুনাফা করেছিল ৬৩৬০।০৫ কোটি টাকা ।