গত বুধবার ভারত-বাংলাদেশ সমুদ্র জলসীমা পেরিয়ে ,বাংলাদেশে ঢুকে পড়ার অভিযোগে ১৭ জন ভারতীয়
মৎস্যজীবীকে গ্রেপ্তার করেছিল বাংলাদেশের মাংলা পোর্ট থানার পুলিশ ।ধৃতদের গতকাল বাঘেরহাটে জেলা আদালত তাদের ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছে । এরা সবাই কাকদ্বীপের বাসিন্দা ,কাকদ্বীপ থেকে মা শিবানী ট্রলারের এই ১৭ জন গভীর সমুদ্রে মাছ ধরতে বেরিয়েছিল ।এদের কে দেশে ফেরানোর জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে মৎস্যজীবী দের এসোসিয়েশন ।