ভারতের চিন্তা বাড়িয়ে প্যাংগং লেকে বিশাল সেতু গড়ছে চীন সৈন্য

উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে প্যাংগং লেকের কাছে একটি বিশাল সেতু নির্মাণের কাজে হাত লাগিয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি ।বিশেষজ্ঞ দের ধারণা সেনার জন্য সাজোয়া গাড়ি এবং ট্যাঙ্কার পারাপারের জন্যই এই সেতু ।এই খবর পাওয়ার পরে রাজনৈতিক মহলে শোরগোল পরে যায় ।প্রধানমন্ত্রী কে চীনের কাছে আত্মসমর্পন করার জন্য দায়ী করেন কংগ্রেস নেতারা ।উল্লেখ্য ১৩৫ কিমি স্থলবেষ্টিত প্যাঙ্গন লেকটির সামান্য অংশই লাদাখে অধিকাংশ টি চীন অধ্যুষিত তিব্বতে ।