ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি নিন্দা করলেন সর্বভারতীয় সংবাদ মাধ্যমের একাংশের বিরুদ্ধে

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক  : অনেকদিন যাবৎ  দেশের মধ্যে  সর্বভারতীয় সংবাদমাধ্যমের একাংশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠছিল  এইবার সেই তালিকা তে যোগ হলো প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির নাম । প্রণব  মুখার্জি সম্প্রতি বক্তব্যে রাখতে  বলেন একটা  কথা  না বললে  ভারতীয় নাগরিক হিসাবে  দায়িত্ব পালন করা হবে না ,তা হলো সংবাদ মাধ্যমের  অনেক কিছুই ঠিক নেই অনেকেই একপেশে  এবং পক্ষপাত  দুষ্ট  খবর করছে ,কারো  কারো  বিরুদ্ধে উদ্দেশ্যে  প্রনোদিত  ভাবে প্রচার হচ্ছে ।