করোনা অতিমারীর দ্বিতীয় ঢেউ তে ভেঙে পড়েছে ভারতের স্বাস্থ্য ব্যবস্থা , এই অবস্থায় ভারত কে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন আমেরিকা ,ব্রিটেন ,ফ্রান্স ও জার্মানির মত দেশ গুলি ।মার্কিন প্রশাসন এক বিবৃতি দিয়ে জানিয়েছেন covi shield টিকা প্রস্তুত করার জন্য সেরাম ইনস্টিটিউট কে যত কাঁচা মাল দরকার তারা তা দ্রুত তত পাঠাবেন ,এই ছাড়াও পাঠানো হবে স্বাস্থ্যের সরঞ্জাম ,বরিস জনসন বলেছেন ভারত কে ইতিমধ্যেই দুই রকমের ভেন্টিলেটর পাঠানো হয়েছে তা পৌঁছে যাবে কালকে দিল্লিতে ,প্রয়োজনে আরো সাহায্য করবে তারা ।