ভারতের শেয়ার বাজার চাঙ্গা হচ্ছে

বুধবার ৩৪.৭ পয়েন্ট উঠে নিফটি এসে পৌঁছে যায় , ২৫,০৫২.৩৫ অংকে ।পাশাপাশি সেনসেক্স ৭৩.৮০ পয়েন্ট উঠতে এসে পৌঁছে গেছে ৮১,৭৮৫.৫৬ অংকে । বিশেষজ্ঞ দের ধারণা বিদেশী লগ্নিকারীরা ভারতের বাজারে বিনিয়োগ করা তে,পাশাপাশি আমেরিকার বাজারে সুদ কমার ইঙ্গিত পাওয়া যাচ্ছে ।পাশাপাশি বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম রাশ পাওয়াতে অশোধিত তেলের দাম রাশ পেয়েছে ।