চিরাচরিত হিমাচলী পোশাক ছোলা ডোরা পরে ও মাথায় হিমাচলী টুপি দিয়ে বদ্রিনাথ দর্শন করেন প্রধানমন্ত্রীও সঙ্গে ছিলেন পুস্কর সিংহ ধামি । গতকাল তিনি ভারতবর্ষের শেষ গ্রাম মানা তে গিয়েছিলেন এবং ঐখানে প্রতিশ্রুতি দেন উন্নয়নের বার্তা । এই ছাড়াও একাধিক রোপওয়ে উদ্বোধন করেন । উল্লেখ্য আগামী দিনে হিমাচল ও গুজরাটের নির্বাচন আসন্ন তাই তার আগেই সচেষ্ট প্রধানমন্ত্রী ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...