ভারতে করণের দ্বিতীয় ঢেউ তে সব থেকে বেশি খারাপ অবস্থা মহারাষ্ট্রের

দেশের স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী করোনা তে ভারতের সংক্রমিতর সংখ্যা নতুন করে ৬২,৭১৪
তার মধ্যে মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন নতুন করে ৪০,৪১৪।অর্থাৎ দেশের নতুন করোনা ঢেউ তে আক্রান্তের ৬০% মহারাষ্ট্র বাসি ,করোনারদ্বিতীয় ঢেউয়ের এই লাগামছাড়া পরিস্থিতিতে দেশে এক্টিভ রোগী ৫ লক্ষ্য ছাড়িয়েছে ,এই অবস্থায় মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে পূর্ণ লকডাউনের কথা ভাবছে ।