ভারতে করোনার পরিস্থিতি ক্রমেই ঘোরালো হচ্ছে

বিগত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছে ১১,১০৯ জন সুস্থ্য -৬৪৫৬ মৃত -২০ মোট এক্টিভ রোগী -৪৯৬২২ জন ।শুধু দিল্লি তেই নয় সংক্রমণ বাড়ছে গোটা দেশ জুড়েই ।কেন্দ্রীয় স্বাস্থ্য কর্তার মতে বর্তমানে সংক্রমণ যেই ভাবে ছড়াচ্ছে তাতে যে কোনো ধরণের জ্বর সর্দি কাশি উপসর্গ রয়েছে তাদের ঘরে বসে থাকা উচিত ।