ভারত পর্তুগিজ নৌযুদ্ধ

নিউস  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : শক্তিশালী  পর্তুগিজ  নৌসেনা রা  বাণিজ্যের  মোড়কে ভারতের  পশ্চিম উপকূল দখল নেয় ,বিখ্যাত  পর্তুগিজ ব্যবসায়ী  ভাস্কো ডা  গামা  তৎকালীন  পশ্চিম  ভারতের  শাসকদের  চুক্তি অনুযায়ী  কর  দিতে অস্বীকার  করে ,ফলত  ১৫০৪ সালে  ভারতের  নৌ বাহিনী এবং পর্তুগিজ  নৌ বাহিনীর উপর যুদ্ধ  হয়  কোচিন  বন্দরের  নিকট ,এবং  তাতে  পরাজিত  হয়  ভারতীয় নৌ বাহিনী  এবং ১৫০৮ সালে  একই  ঘটনার   পুনরাবৃত্তি  হয়  ডিউ  বিমানবন্দরে কাছে ,  এই দুটি  যুদ্ধেই  ভারতীয় নৌ বাহিনী পর্যধুস্ত  হয়েছিল পর্তুগিজ  দের  হাতে ।