গতকাল দোহা তে আন্তর্জাতিক ফুটবল ফ্রেন্ডলি ম্যাচে ভারতীয় দল লড়াই করে হেরে গেলো ২-০ গোলে ।
প্রথম অর্ধে ভারতীয় রক্ষন ও জর্ডনের আক্রমণের মধ্যে জমজমাট লড়াই হলেও কোনো গোল হয়নি ।দ্বিতীয় অর্ধে ভারত দুটি পরিবর্তন করে৬৫ মিনিটে ইয়াসিরের ফ্রি কিক অল্পের জন্য লক্ষ্য ভ্রষ্ট হয় ।৭৬ মিনিটের মাথায় আবু আমরা জর্ডনের হয়ে প্রথম গোলটি করেন আর সংযুক্ত সময়ে দ্বিতীয় গোল টি করেন মোহাম্মদ আবু ।