ভুটান বাদে অন্যান্য দেশের উপর আপেল আমদানি তে নিষেধাজ্ঞ বহাল রইলো

কিলোগ্রাম পিছু ৫০ টাকা অথবা তার কম দাম হলে ( পণ্যের দ্বর ) বীমা ও পরিবহন মিলিয়ে বিদেশ থেকে আপেল আমদানি করা যাবেনা বলে নির্দেশ দিলো কেন্দ্র ।তবে ভুটানের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবেনা বলে ডিজি ফরেন ট্রেড ,উল্লেখ্য ২০২৩ সালে ২৯.৬ কোটি ডলারের আপেল আমদানি করেছে ভারত ।