খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কমিশন সূত্রে জানা গিয়েছে আগামী ১৬ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারী ২০২০ পর্যন্ত ভোটার তালিকাতে সংশোধন ,সংযোজন ও বিয়োজনের কাজ চলবে । তার পরে খসড়া তালিকা প্রকাশ হবে আগামী ২০২০ সালের ১৭ ই জানুয়ারী । এর পরে রঙিন পিভিসির কার্ড পাবেন ভোটার রা । কমিশন সূত্রে জানা গিয়েছে এতে বেশ কিছু সুবিধা থাকবে ।প্রথমত প্রযুক্তির সুবিধা ,দ্বিতীয়ত বারকোড এবংঅদৃশ্য নম্বর থাকায় তা আরো বেশি নিরাপদ হচ্ছে।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...