ভোটের মুখে ভারতী ঘোষ কে জেরা করলো সিআইডি

খবর ঘন্টায়  ঘন্টায়   ওয়েবডেস্ক  : আজ সকালে সিআইডির  একটি দল  দাশপুরে  ভারতী ঘোষের  অস্থায়ী ঠিকানা  তে বেশ কিছুক্ষন অপেক্ষার পরে তাকে জিজ্ঞেসাবাদ  করে । উল্লেখ্য  ভারতী ঘোষ ঘাটাল লোকসভা  কেন্দ্র তে এইবার  বিজেপি প্রার্থী হয়ে ভোটে  লড়ছেন । দাসপুরের  তোলাবাজির  একটি  পুরোনো  মামলায় ভারতীর  নাম জড়িয়ে যায় এবং তার বিরুদ্ধে  তদন্তে নামে  সিআইডি । বিজেপির রাজ্য নেতৃত্ব  এই  ঘটনায় প্রতি হিংসার  গন্ধ পাচ্ছে ।