ভোট বড় বালাই

এই বছর ২৬ সে জানুয়ারী প্রজাতন্ত্র দিবসের দিনে কেন্দ্র করে রীতিমত তান্ডব চালানো হয়েছিল নয়াদিল্লীতে ।
কেন্দ্রের তিন বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে রাজধানীতে প্রবেশ করেছিল কৃষকদের ট্র্যাক্টর মিছিল ।লাল কেল্লা তে জাতীয় পতাকাসরিয়ে নিজেদের পতাকা উড়িয়েছিল ।সরকার অশান্তি কে রুখতে ৮৩ জন কে দিল্লি পুলিশ গ্রেপ্তার করেছিল ।সামনে আসন্ন ভোট বলে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হওয়ার কৃষক আন্দোলন কারী ব্যক্তিদের ২০ লাখ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ।