নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :অন্ধপ্রদেশের নিজামাবাদ লোকসভা কেন্দ্রে ১৮৫ জন প্রার্থীর জন্য ইভিএমের বদলে ব্যালটে ভোট নেওয়া হবে বলে জানান তেলেঙ্গানা রাজ্য নির্বাচন কমিশন । কিন্তু গত কাল দিল্লি থেকে তাদের নির্দেশ দেওয়া হয়েছে , বৈদ্যুতিন ভোট য্ন্ত্ৰ ই ব্যবহার করতে হবে। নিজামাবাদ লোকসভা কেন্দ্র তাই প্রতিটি বুথ ১২টি করে ই ভি এম লাগবে। ই.সি. এল কে তা সরবরাহ করার নির্দ্দেশ দেওয়া হয়েছে ।