খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:আজকে মনিপুরে আসাম রাইফেলসের কনভয়ে ফের ভয়ানক জঙ্গি হামলা হলো ।ওই ঘটনা তে সেনার এককমান্ডিং অফিসার রাহুল ত্রিপাঠি ও তার পরিবার সমেত ৬ জনের মৃত্যু হয়েছে ।কে বা কোন জঙ্গি ঘোষ্ঠী এই হামলা চালিয়েছে তা এখনো সরকারের কাছে স্পষ্ট নয় ।রাজনাথ সিংহ খুব কড়া ভাষাতে এই হামলার নিন্দা করেছেন এবং খুব শিগ্রই এদের শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন ।