অমিত শাহের মনিপুর কে শান্ত করানোর প্রচেষ্টা ব্যর্থ হলো । স্বরাষ্ট্র মন্ত্রীর নির্দেশ মেনে নিরাপত্তা বাহিনী
কুকি অধ্যুষিত এলাকা দিয়ে বাস চালাতে গেলে জনতার সাথে সংঘর্ষ বাধে ।সংঘর্ষ পরিস্থিতি সামলাতে নিরাপত্তা বাহিনী রাব্বার বুলেটের পাশাপাশি গুলিও ও লাঠি চালায় নিরাপত্তা বাহিনী এতে মৃত্যু একজনের আহত হন বহু লোক ।কুকি দের যৌথ মঞ্চ এই ঘটনার পর বৈঠক করে ওই এলাকা তে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছে ।