খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এক বেলা ১১ টা নাগাদ রাজ্ ভবনে চার জন মন্ত্রীকে শপথ গ্রহণ করাবেন । কংগ্রেস ছেড়ে আশা শিক্ষা মন্ত্রী অশোক চৌধুরী ,নীরাজ কুমার এবং সঞ্জয় ঝাঁ জেদিইউ য়ের তরফের মন্ত্রী হচ্ছেন । আর রামবিলাশ পাসোয়ান য়ের তরফে লোকজনশক্তি তরফে মন্ত্রী হবেন একজন । এখন বিহারের মন্ত্রীর সংখ্যা ২৫ এখনো জেদিইউ কোটায় ৯ জন এবং বিজেপির কোটায় ২ জনের মন্ত্রী হওয়া বাকি ।