মন মরা হয়ে পাকিস্তান ফিরে যাচ্ছেন বহু সংখ্যক পাক নাগরিক

পহেল গাঁও কাণ্ডের পরে ভারত সরকার নির্দেশ দিয়েছেন সব পাক নাগরিক দের ভারত থেকে পাকিস্তানে ফেরত যাওয়ার ।তার জেরে উদ্বেগে পড়েছেন বহু সংখ্যক পাকিস্তানী যারা ভারত থেকে পাকিস্তানী এসেছেন উজ্জ্বল ভবিষ্যতের জন্য ।এমন একজন বলেন “পাকিস্তান আর বাসযোগ্য নয় তাই ভারতে এসেছিলাম আমাদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য ,আমাদের বাচ্চারা হনূমান চালিশা এবং গীতা পাঠ করতে পারে “।