মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা এবং সত্যাগ্রহ

নিউস  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  ১৮৯৩ সালে দক্ষিণ আফ্রিকা যাওয়ার পরে  ১০ ই  জানুয়ারি  ১৯০৮ সালে তিনি জোহানেসবার্গের  একজন প্রতিষ্ঠিত  আইনজীবী  ছিলেন  ওই বছরেই তিনি দক্ষিণ আফ্রিকার আদালতে বর্ণবিদ্বেষের  বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে  ট্রান্সভালে  ৪৮ ঘন্টার  মধ্যে  বিতাড়িত  হন ।কালো  চামড়া  দের  পক্ষে প্রতিবাদ  করতে  গিয়ে তাকে ৬ মাস  সশ্রম কারাদণ্ডে  দণ্ডিত হন  পরে দয়া  বসত  ম্যাজিস্ট্রেট  সেই সাজা কমিয়ে ২ মাস  করেন ,গান্ধীজি হাসিমুখে  এই সাজা মেনে  নেন ।