খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :জাল ফেলে মাছ ধরতে গিয়ে মহানন্দা ব্যারেজে এক যুবক নদীতে জলের স্রোতে তলিয়ে যান। তার নাম মিলন বিশ্বাস। শনিবার বিকেলে ঘটনাটি ঘটে। তখন ব্যারেজের গেট খোলা ছিল। ফাঁসিদেওয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক ঘন্টা তল্লাশি চালায়। দেহ না পাওয়ায় এসডিআরএফ দল জলে নেমেও তাঁর খোঁজ পায়নি। দার্জিলিংএর ডিএসপি(গ্রামীণ) অচিন্ত্য গুপ্ত জানান সোমবার আবার ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রূপের সদস্যরা নদীতে ফের তল্লাশি করবেন।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...