মহানন্দা নদীতে নিখোঁজ

খবর ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক :জাল ফেলে মাছ ধরতে গিয়ে মহানন্দা ব্যারেজে এক যুবক নদীতে জলের স্রোতে তলিয়ে যান। তার নাম মিলন বিশ্বাস। শনিবার বিকেলে ঘটনাটি ঘটে। তখন ব্যারেজের গেট খোলা ছিল। ফাঁসিদেওয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক ঘন্টা তল্লাশি চালায়। দেহ না পাওয়ায় এসডিআরএফ দল  জলে নেমেও তাঁর খোঁজ পায়নি। দার্জিলিংএর ডিএসপি(গ্রামীণ) অচিন্ত্য গুপ্ত জানান সোমবার আবার ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রূপের সদস্যরা নদীতে ফের তল্লাশি করবেন।