২০১৯ সালের কথা ভুলতে পারেনি বিজেপি ,উদ্ভব ঠাকড়ে যখন কোনঠাসা তখন একনাথ শিন্ডে কে মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিতে প্রস্তুত মহারাষ্ট্র বিজেপি ।৫৫ জন শিবসেনা বিধায়কের মধ্যে ৪১ জন বিধায়কের সমর্থন রয়েছে একনাথ শিন্ডের দিকে । তাই দলবিরোধী আইন তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবেনা ।বিধানসভা তে সংখ্যা গরিষ্ঠতা প্রমানে উদ্ভব ব্যর্থ হলে বিজেপির সমর্থন নিয়ে
সরকার গড়বে একনাথ ।উপমুখ্যমন্ত্রীর পদ টি বিজেপি ধরে রাখবে ।