খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :আজ মহারাষ্ট্রে অনেক নাটকের পরে সন্ধ্যা ৬ টা নাগাদ শিবাজী পার্কে শপথ নেবেন শিবসেনা নেতা উদ্ভব ঠাকরে । উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন এনসিপির জয়ন্ত পাটিল ।খুব সম্ভবত স্পিকার পদটি পেতে চলেছেন কংগ্রেসের পৃথ্বীরাজ চৌহান । আজ বাকি মন্ত্রী সভায় কে কি পদ পাবে তা ঠিক করতে ওয়াইবি চৌহান সেন্টারে বৈঠকে বসবেন উদ্ভব , এনসিপি প্রধান শারদ পাওয়ার ও কংগ্রেসের তরফে আহমেদ পটেল ও কেসি বেণুগোপাল ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...