খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল রাত অব্দি ঠিক ছিল শিবসেনা , কংগ্রেস এবং এনসিপি জোটের সরকার হতে চলেছে মহারাষ্ট্রে । মুখ্যমন্ত্রীর পদে থাকবেন উদ্ভোগ ঠাকরে । কিন্তু আজ ভোরেই পাশা পাল্টে গেলো ভোর বেলা রাষ্ট্রপতি শাসন প্রত্যাহার হয় এবং ভোর ৮ টা নাগাদ মুখ্যমন্ত্রী পদে শপথ নেন বিজেপি নেতা দেবেন্দ্র ফোরণবীশ দ্বিতীয় বারের জন্য ,উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন এনসিপির অজিত পাওয়ার । হটাৎ এত বড় ধাক্কা ভাবতেও পারেনি উদ্ভব ঠাকরে ও শারদ পাওয়ার ।