মহারাষ্ট্রে মৃত ১৩৬ জন

Mumbai: Vehicles move through a water logged road after heavy rains at Hindamata, in Mumbai on Saturday. PTI Photo (PTI7_2_2016_000120B)

মহারাষ্ট্রের নানা জেলায়  প্রবল বর্ষণ হয়ে চলেছে। কোঙ্কন  উপকূলে বন্যা হওয়ার উপক্রম। নদীর জলস্তর বাড়ছে। রায়গড় জেলায় তিনটি স্থানে ধস নেমে ৪৭ জন প্রাণ হারিয়েছেন। গোটা রাজ্যে বন্যা ও ধসে মোট মারা গিয়েছেন ১৩৬ জন। আগামি কয়েকদিনে আরো দুর্যোগ ঘনিয়ে আসতে  অরে বলে আবহাওয়াবিদেরা জানিয়েছেন। রাজ্যে উদ্ধারের কাজে হাত লাগিয়েছে সেনা বাহিনী,জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তর ও উপকূলরক্ষী বাহিনী।