মহারাষ্ট্রে সরকার গঠনের দাবি নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হবে বিজেপি আগামীকাল

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  বিজেপি  আগামীকাল মহারাষ্ট্রে রাজ্যপালের কাছে  দ্বারস্থ  হচ্ছে সরকার  গঠনের দাবি নিয়ে । আগামীকাল মহারাষ্ট্রে  সরকার গঠনের দাবি নিয়ে তারা  রাজ্যপালের সঙ্গে দেখা করবেন  সকাল ১০ টা  ৩০ মিনিট নাগাদ । বিজেপির তরফে তাদের রাজ্য সভাপতি  চন্দ্রকান্ত  পাটিল  যাবেন  রাজ্যপালের দেখা  করতে সরকার  গঠন নিয়ে । আজ  এনসিপি প্রধান শারদ পাওয়ার  জানিয়ে দেন তারা  বিরোধী আসনে বসবেন  আর কোনো দলকেই  তারা সরকার গঠনে সমর্থন করবে না ।