মারাঠা নৌ বাহিনীর এডমিরাল কানজি আংরে

নিউস  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : ছত্রপতি  শিবাজী প্রথম  ভারতীয় রাজা  যিনি  ভারতের  নৌবাহিনী  কে শক্তিশালী রূপে তৈরী করেছিলেন ,১৬০০ ক্রিস্টাব্দের শেষের দিকে কোঙ্কনি এডমিরাল  কানজি  আংরের নেতৃত্বে  মারাঠা  নৌ বাহিনী খুব  দুর্ধর্ষ  নৌবাহিনী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল ,সেই সময় তারা  যুদ্ধে পরাস্থ করতে  সমর্থ হয়েছিল  ইংরেজ ,পর্তুগিজ  এবং  ওলন্দাজ  নৌ বাহিনী কে এবং ১৭২৯ সাল  অব্দি কোঙ্কনি উপকূলের দখল রেখেছিলো আংরের  নেতৃত্বে  মারাঠি  নৌবাহিনী ।