মার্কিন প্রেসিডেন্টের শুল্ক নীতি

গতকাল হোয়াইট হাউসের তরফে জানানো হয়, ক্যানাডা ,মেক্সিকোর পণ্যের উপর বিভিন্ন হারে শুল্ক বসাবে
আমেরিকা ।প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্ত ক্যানাডা ,ও মেক্সিকোর পণ্যের উপর ২৫% করে এবং চীনা পণ্যে ১০% করে শুল্ক চাপাবেন তিনি ।ইউরোপীয় উনিয়নের প্রতি অসন্তোষ প্রকাশ করেন ট্রাম্প ।ফলে বিশেষজ্ঞ মহল মনে করছেন এইবার শুল্ক যুদ্ধের নিশানা কি ইউরোপ ।