মালদহের গাজোলে এক লাখি গান্ধী মোড় সার্বজনীন দুর্গোৎসবে সিসি ক্যামেরা তে দেখা গেলো দুই সিভিক ভলান্টিয়ার দেবী প্রতিমার গহনা চুরিতে ব্যস্ত ।তাদের মদত দিচ্ছে এক স্থানীয় বাসিন্দা ।দুই ভলান্টিয়ার সহ ওই তিনজন কেই গ্রেপ্তার করেছে পুলিশ ।সিসি টিভি ফুটেজ খুঁটিয়ে দেখতে জানা যাচ্ছে সঞ্জয় ও গৌড় মন্ডল নামে গাজোল থানার দুই সিভিক ভলান্টিয়ার এই কেউ কীর্তি করেসে,তাকে সাহায্য করছে স্থানীয় অধীর মন্ডল ।