মুক্তি পেল পানিপথ এর ট্রেলর

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক : আজ  মঙ্গলবার  আশুতোষ  গোয়ারিকর   পরিচালিত  ঐতিহাসিক  ড্রামা  পানিপথের  ট্রেলর  মুক্তি   পেতে চলেছে। দর্শকরা  খুশি  হবেন  মারাঠা  সেনাপতি  সদাশিব  ভাউয়ের   এর  লুকে  অর্জুন  কাপুর  কে  দেখে। আরও  ভাল  লাগবে  তার  স্ত্রী  পার্বতী  বইয়ের  চরিত্রে  কৃর্তি  শ্যাননকে  দেখে।  আর  একেবারে  নতুন  রূপে  আহমেদ  শাহ   আব্দালির চরিত্রে     সঞ্চয়  দত্ত কে  দেখা যাবে।   ছবিটি আগামী  ডিসেম্বর  মুক্তি  পেতে  চলেছে।