ইউনিস সরকারের তথ্যবধানে ৩২ নম্বর ধানমন্ডির ঐতিহাসিক বাড়িটি ,বাংলাদেশি জঙ্গি ও জামাতের পরিচালনা তে টুকরো টুকরো করে ভাঙা হয় ।বাংলাদেশী সেনার একটি দল এসে দেখে গেছে কেউ এসে আপত্তি করছে না । এক মহিলা সহ দুই নাগরিক এই ঘটনার প্রতিবাদ করা তে তাদের ভয়ঙ্কর ভাবে মারধর করা হয় ।
রাজ্য
গতকাল নবান্নে অনুষ্ঠিত হলো চা শিল্পের উন্নতি নিয়ে বৈঠক
চা শিল্পের সামগ্রিক উন্নয়নের জন্য একটি দল গঠন করেছে রাজ্য সরকার ।গতকাল নবান্নের চা বাগান ও শিল্প নিয়ে একটি বৈঠক হয়।বৈঠকে উপস্থিত ছিলেন চা...