মুম্বাইয়ের একটি স্কুলে স্বচ্ছ ভারত অভিযানে গিয়েছিলেন সচিন তেন্ডুলকর

নিউস  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : স্কুলের  ছাত্র দের  সঙ্গে পরিবেশ সচেতনতার কথা বলার পাশাপাশি  ক্রিকেট ও খেলেন শচীন , সোমবার টুইটে  সচিন লেখেন ভারতের  তরুণ নাগরিকদের সঙ্গে অসাধারণ সময় কাটালাম  পরিবেশন সচেতনতার কথা বললাম এবং তাদের  সঙ্গে খেললাম ক্রিকেট ও ।  পালি -চেম্বই  স্কুলের সমস্ত ছাত্রই  স্বচ্ছ ভারত অভিযানে শুভেচ্ছার  দূত ।