মৃত্যু হলো বাইক চালকের

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  সরকারি বাসের  ধাক্কায় শনিবার দুপুর নাগাদ রিজেন্ট  পার্ক থানা  এলাকার  দেশপ্রাণ শাসমল রোডে  মৃত্যু হলো এক মোটরবাইক চালকের  (৩৮)। পুলিশ  সূত্রে জানা  যায় দুপুর ১টা  ১৫ মিনিট নাগাদ  জুবিলী পার্কের  কাছে দেশপ্রাণ শাসমল  রোড  দিয়ে বাইকে করে যাচ্ছিলেন  তিনি  হটাৎ  তাকে দক্ষিণ  বঙ্গ  পরিবহন  নিগমের  একটি বাস ধাক্কা  মারলে  তিনি হেলমেট সমেত  ছিটকে  পড়েন রাস্তায়  তাকে এসএসকে  এমে  নিয়ে গেলে  পরে মৃত  বলে  ঘোষণা  করা হয় ,আটক  করা  হয় বাস  চালককে ।