মেট্রো পরিষেবা বাড়ছে বিমানবন্দর ও নোয়া পাড়ার মধ্যে

On: Saturday, November 1, 2025 12:02 PM

আগামী তিন নভেম্বর থেকে মেট্রো কর্তৃপক্ষ যাত্রী টানতে নোয়াপাড়া বিমানবন্দর যাত্রী পরিষেবার সময় বাড়াচ্ছে ।সকাল ও রাত মিলিয়ে পরিষেবার সময় বাড়বে ।পাশাপাশি শনি ও রবিবার বাড়ছে ট্রেনের সংখ্যার পরিষেবা ।এত দিন সকাল ৮ টা থেকে রাত ৮ টা অব্দি পরিষেবা চালু ছিল ।আগামী সোমবার থেকে তা সকাল ৭ টা ১৮ থেকে রাত ৯:৩০ অব্দি পরিষেবা চালু থাকবে ।আপ ডাউন । বর্তমানে ৪৪ টি ট্রেনের পরিবর্তে ৯২ টি ট্রেন চলবে ।