মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকছেন সনিয়া গান্ধী

খবর   ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : দ্বিতীয় বারের  জন্য  শপথ গ্রহণ করতে চলেছেন  নরেন্দ্র  মোদী । এই অনুষ্ঠানে  সমস্ত রাজ্যের  মুখ্যমন্ত্রী  এবং কেন্দ্রীয়  শাসিত অঞ্চলগুলির রাজ্য পাল  এবং  প্রধান বিরোধী দল  গুলিকেও আমন্ত্রণ জানানো হয়েছে । মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়  ,রাহুল গান্ধী এবং অন্যান্য  কিছু  মুখ্যমন্ত্রী উপস্থিত না থাকলেও  বিশস্ত  সূত্রে জানা  গিয়েছে সোনিয়া  গান্ধী ,এইচ  ডি  কুমারস্বামী  এবং কেজরিওয়াল  অবশ্যই  উপস্থিত থাকবেন ।