যাত্রী নিরাপত্তা বাড়াতে বাসে বসছে সিসি টিভি ক্যামেরা

নিউস  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  নির্ভয়া ধর্ষণ কাণ্ডের  পরে বাসে  সিসি ক্যামেরা  বসানো নিয়ে  ও যাত্রী নিরাপত্তা বাড়াতে প্রশাসনের কাছে বারং  বার  দরবার করা  হয়েছিল । তাতেও সরকারের কোনো হেলদোল না হওয়াতে । জনস্বার্থ মামলা রুজু  করা হয় দিল্লী  হাইকোর্টে । অবশেষে  দিল্লি  হাই কোর্ট কে অরবিন্দ কেজরিওয়ালের  সরকার জানান যে তারা রাজধানীর বাস  গুলিতে সিসি ক্যামেরা বসাতে  চলেছে । জনস্বার্থ মামলা টি করেছিলেন  মনীশ  কুমার নামক দিল্লির  এক ব্যক্তি ।