রতন টাটার মৃত্যুর পর প্রকাশ্যে এলো তার উইল ।তার প্রিয় সারমেয় টিটোর যাতে কোনো অযত্নই না হয় ,তার নির্দেশ দেওয়া হয়েছে ওই উইলে ।দায়িত্ব পড়েছে দীর্ঘ সময়ের রাঁধুনি রাজেন শ উপরে ।বছর কয়েক আগে ,তার পোষ্যের মৃত্যুর পরেই টিটো কে বাড়িতে এনে ছিলেন তিনি ,পুত্র স্নেহে তার দেখভাল করতেন ।পশু প্রেমী এই শিল্পপতি পথ কুকুর দের যথাযত যত্ন ও ঘরবাড়ি খুঁজে দিতে বরাবর এগিয়ে এসেছেন ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...