রাজাপাক্ষে হতে চলেছেন শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট

খবর  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :   শ্রীলঙ্কার  প্রেসিডেন্ট নির্বাচনে এত যাবৎ  যা ব্যালট  গোনা  হয়েছে তাতে  দেখা  যাচ্ছে  ৪৮.৩% ভোট পেয়ে রাজাপক্ষে  এগিয়ে আছে  তার  নিকটতম  প্রতিদ্বন্দ্বী  প্রেমদাসের  থেকে । প্রেমাদাসা  পেয়েছেন  ৪৫.৩% ভোট । রাজাপক্ষের  পক্ষে  সব থেকে শক্তিশালী  ঘাঁটি  সেই সিংহলি এলাকাতে এখনো ভোট  গণনা  বাকি । সংবাদ সংস্থা এএফপি কে  তার মুখ্যপাত্র  জানিয়েছে  যে ইতিমধ্যেই আমরা  ৫৩-৫৪ % ভোট পেয়ে  গিয়েছি । এই  খবরে  খুশি  চীন ।