রাজীব কুমারের জামিন মামলার শুনানি আগামীকাল সুপ্রিম কোর্টে

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : সারদা  মামলা  তে  গত অক্টোবর মাসে কলকাতা  হাইকোর্ট  থেকে জামিন পেয়েছিলেন রাজ্যের সিআইডি  প্রধান রাজীব কুমার । সেই রায় কে চ্যালেঞ্জ  করে সুপ্রিম কোর্টে  গত  ৪ অক্টোবর আবেদন জানিয়েছিল সিবিআই ।  আগামী সোমবার নতুন প্রধান  বিচারপতি  সরোদ অরবিন্দ  বোর্ডের  এগ্লাসে সেই মামলা তালিকাভুক্ত  হয়েছে । সিবিআই কর্তারা আশা  করছেন সম্প্রতি টাওয়ার ঘোষ্ঠীর মালিকের জামিনের আর্জি খারিজ করেছে সুপ্রিম কোর্ট ,সেই রায় দেখিয়ে তারাও  রাজীব  কুমার কে হেপাজতে  নেয়ার আবেদন জানাবেন প্রধান বিচারপতির আদালতে ।