রাজ্যে সেঞ্চুরি পার করলো ডিজেলের দাম

গতবছর ২০২১ শালের জুলাইয়ের পরে ফের গতকাল ডিজেলের দাম উত্তর ও দক্ষিণ বঙ্গের কিছু জায়গায়
লিটার প্রতি ১০০ টাকা চাপিয়ে গেলো আর কলকাতা তে ডিজেল লিটারে ৮১ পঁয়সা বেড়ে বিক্রি হয়েছে ৯৯.৮৩ টাকা তে আর পেট্রল ৮৪পয়সা বেড়ে লিটারে বিক্রি হয়েছে ১১৫.১২ টাকা তে । গত ২২ সে মার্চে থেকে ৬ এপ্রিল অব্দি কলকাতা তে পেট্রল বেড়েছে ১০.৪৫ টাকা আর ডিজেল ১০.০৪ টাকা ।