রাজ্য সভায় পশ্চিমবঙ্গের রাজ্যপালের ভূমিকা নিয়ে সরব তৃণমূল

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : তৃণমূল সাংসদ  সুখেন্দু শেখর  রায় পশ্চিমবঙ্গের  রাজ্যপালের নাম  উল্ল্যেখ  না করে বলতে থাকে  “কোনো  রাজ্যপালের  যদি  রাজনীতি করার  ইচ্ছে  হয়  তাহলে  তিনি রাজনীতি  করুন কিন্তু দয়া  করে  রাজভবন  ছেড়ে  করুন ” রাজ্যপাল  কে তার এই আক্রমণে অপ্রস্তুত  হয়ে যান  মোদী  সরকারের মন্ত্রী  ও সাংসদেরা ,রাজসভার ডেপুটি চেয়ারম্যান  হরিবংশ  তাকে বাঁধা  দেয়ার চেষ্টা  করে বলেন “আপনি তো জানেন এই বিষয়ে কথা  বলতে গেলে প্রস্তাব আনতে  হয় “।