রাশিয়ার তেল কোম্পানি রোসিনেফ্ট এবং লুক ওয়েলের উপরে নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা

On: Saturday, October 25, 2025 2:20 PM

ট্রাম্প সরকার আগামী ২১ সে নভেম্বর থেকে রাশিয়ার দুটি তেল উৎপাদন সংস্থা রসনেট এবং লুক অয়েলের উপরে রফতনি নিষেধাজ্ঞা করেছে । ভারতের বাণিজ্য মন্ত্রী পীযুষ গোয়াল বলেন এই নিষেধাজ্ঞার ফলে ভারত দক্ষিণ আমেরিকা ,পশ্চিম এশিয়া এবং আমেরিকা থেকে তেল কেনার পথে হাঁটতে পারে । ভারত বছরে দৈনিক আমদানি করে ১৭ লক্ষ্য ব্যারেল তেল তার মধ্যে ১২ লক্ষই পাঠায় রোসনেট এবং লুক ওয়েল ,যেটি জামনগরে আমদানির ফ্যাক্টরি তে পরিশোধিত হয় ।