কূটনৈতিক সূত্রের দাবি রাশিয়া সফরের সময় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঘন্টাখানেক রুদ্ধদ্বার বৈঠক করেছেন ।কূটনীতি বিদদের মত রুশ প্রেসিডেন্ট য়ের সঙ্গে এনএস এ বৈঠক বিরলতম ঘটনা ।মস্কোর ভারতীয় দূতাবাস পুতিন ,ডোভালের মিটিং য়ের কথা স্বীকার করলেও বিস্তারিত তথ্য জানায়নি ।এই বৈঠকে উপস্থিত ছিলেন রাশিয়ার
এনএস এ নিকোলাই পাকরুচেভ ।