রাশিয়া সহ ১০ দেশের এনএস এ দের সাথে বৈঠক করলেন অজিত ডোভাল

কূটনৈতিক সূত্রের দাবি রাশিয়া সফরের সময় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঘন্টাখানেক রুদ্ধদ্বার বৈঠক করেছেন ।কূটনীতি বিদদের মত রুশ প্রেসিডেন্ট য়ের সঙ্গে এনএস এ বৈঠক বিরলতম ঘটনা ।মস্কোর ভারতীয় দূতাবাস পুতিন ,ডোভালের মিটিং য়ের কথা স্বীকার করলেও বিস্তারিত তথ্য জানায়নি ।এই বৈঠকে উপস্থিত ছিলেন রাশিয়ার
এনএস এ নিকোলাই পাকরুচেভ ।